ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীতে পুকুরে ডুবে গৃহবধূ নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
গাংনীতে পুকুরে ডুবে গৃহবধূ নিখোঁজ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে সুফিয়া আক্তার নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন।

সোমবার (৪ জানুয়ারি) সকাল পর্যন্তও তার সন্ধান পাওয়া যায়নি।



এর আগে রোববার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে একই গ্রামের তুনি হোসেনের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। সুফিয়া কল্যাণপুর জোয়ার্দ্দার পাড়া এলাকার আফেল উদ্দীনের স্ত্রী।

নিখোঁজ সুফিয়া আক্তারের মেয়ে সোনাভানু বাংলানিউজকে জানান, পুকুর পাড় থেকে তার মায়ের একটি শাড়ি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিখোঁজ হওয়ার পর থেকেই গ্রামবাসী তাকে খুঁজতে পুকুরে নামেন। জাল ফেলে খোঁজার পাশাপাশি মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি দল এসে পুকুরে নেমে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন।

ফায়ার সার্ভিসের পরিদর্শক সেলিম রেজা বাংলানিউজকে বলেন, পুকুর মালিক সম্প্রতি ড্রেজার দিয়ে পুকুর থেকে বালু উত্তোলন করেছেন। ফলে পুকুরটি ১০/১৫ ফুট গভীর হয়েছে। ধারণা করা হচ্ছে, পানির অনেক নিচে চলে যাওয়ায় তার সন্ধান পাওয়া যাচ্ছেনা।

তিনি আরো বলেন, খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
সোমবার সকালে তারা এসে খোঁজ করবেন।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।