ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ভূমিকম্পে হুড়োহুড়িতে আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
মৌলভীবাজারে ভূমিকম্পে হুড়োহুড়িতে আহত ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে তিনতলা বাসা থেকে নামতে গিয়ে মৌলভীবাজারে মিতালী পাল (৩০) নামে এক নারীর পা ভেঙে গেছে।

সোমবার (৪ জানুয়ারি)  ভোরে শহরের সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মিতালী জজকোটের অফিস সহকারী। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

মিতালী পালের স্বামী জগৎপাল বাংলানিউজকে জানান, ভোরে ভূমিকম্প শুরু হলে তিনতলা বাসা থেকে তাড়াহুড়ো করে নামতে গেলে সিঁড়িতে পড়ে মিতালীর বাম পা ভেঙে যায়।

মৌলভীবাজার অথর্ঋন প্রথম যুগ্ম আদালতের পেশকার মো. আব্দুল কাদির বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।