ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জিরোপয়েন্টে বাসের ধাক্কায় নিহত বাউলশিল্পী আলাউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
জিরোপয়েন্টে বাসের ধাক্কায় নিহত বাউলশিল্পী আলাউদ্দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর জিরো পয়েন্টে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলাউদ্দিন খান (৬০) নামের এক বাউল শিল্পী মারা গেছেন।

সোমবার (জানুয়ারি ০৪) দুপুর ১২টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।



শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতের পকেট থেকে পাওয়া একটি ঠিকানা থেকে আমরা জানতে পেরেছি তার নাম আলাউদ্দিন খান। বাসার ঠিকানা- ৯/৫ গোলাপবাগ। তিনি বাউল গান বাজনার সঙ্গে জড়িত ছিলেন।

ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক এখনো পলাতক রয়েছে বলে জানান এসআই এমরান।

ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
** জিরো পয়েন্টে বাসচাপায় প্রৌঢ়ের মৃত্যু

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬ / আপডেট: ১৫১২ ঘণ্টা
এসজেএ/আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।