ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত সুরুজ আলী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  
 
রোববার (৩ জানুয়ারি) গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


 
এর আগে, রোববার দুপুরে সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের হইডহর গ্রামে হামলায় আহত হন তিনি।  
 
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম সোমবার (৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
 
নিহত সুরুজ ঠাকুরাকোণা ইউনিয়নের হইডহর গ্রামের বাসিন্দা।  
 
পুলিশ জানায়, রোববার দুপুরে হইডহর গ্রামে বাড়ির পাশে বিরোধপূর্ণ জমিতে চাচাতো ভাই কেরামত, দুলাল, হেকিমদের হামলায় মাথায় আঘাত পান সুরুজ। পরে, তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  
 
ওসি মাছুদুল আলম বাংলানিউজকে বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।