ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাড়ছে যৌন নির্যাতন-পর্নোগ্রাফি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
বাড়ছে যৌন নির্যাতন-পর্নোগ্রাফি ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে যৌন নির্যাতন ও পর্নোগ্রাফি বাড়ছে জানিয়ে তথ্য উপস্থাপন করেছেন ‍বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রধান নির্বাহী অ্যাডভোকেট সালমা আলী।

সোমবার (০৪ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য উপস্থাপন করেন।



২০১৫ সালে নারী ও শিশুর প্রতি সহিংসতার তথ্য উপস্থাপন ও করণীয় শীর্ষক এ সংবাদ সম্মেলনে আয়োজন করে বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি।

সম্মেলনে সালমা আলী বলেন, ২০১৫ সালে দেশে ৩৬২টি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে যা আগের বছরের চেয়ে ২৪ শতাংশ বেশি। আর পর্নোগ্রাফির মাধ্যমে নারী ও শিশুদের ব্ল্যাকমেইল বাড়ছে। ২০১৫ সালে ৪৯টি পর্নোগ্রাফির ঘটনা গণমাধ্যমে এসেছে।

মহিলা আইনজীবী সমিতির এ প্রধান নির্বাহী বলেন, পর্নোগ্রাফির শিকার অনেক নারী ও শিশু লোক লজ্জার ভয়ে আইনের আশ্রয় নিচ্ছে না।

আর অপরাধীরা আইনের আওতায় না আসায় যৌন নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেনে বলা হয়, ফতোয়া এবং এসিড সন্ত্রাসের মতো ঘটনা কমে এসেছে।

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে চ্যালেঞ্জ ও সুপারিশ তুলে ধরে বলা হয়, বিচার ব্যবস্থায় সারভাইবারকে গৌণ হিসেবে বিবেচনায় না নিয়ে মুখ্য হিসেবে গণ্য করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

বিটিআরসিকে পর্নোগ্রাফির সাইট বন্ধ করতে হবে। পর্ণোগ্রাফির জন্য আলাদা আদালত ও সতন্ত্র থানা গঠন করতে হবে। কলকাতায়ও আদালা ‘পুলিশ স্টেশন’ হয়ে গেছে। আমাদের দেশে এটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে-বলেন সালমা আলী।

অপরাধী সনাক্তকরণে বিশেষজ্ঞের অভাব রয়েছে। পুলিশ প্রসিকিউটিরদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

মানবপাচার রোধে আলাদা ট্রাইব্যুনাল করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট ফৌজিয়া করিমসহ মহিলা আইনজীবী সমিতির নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।