ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান সরদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত মিজানুর রহমান সরদার একই ইউনিয়নের রাজাপুর গ্রামের সামছুর রহমানের ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান মুন্সি জানান, মিজানুর দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। পথে কাকবাসিয়া এলাকায় এলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।