ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
সাদুল্যাপুরে মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মাদকবিরোধী গণসচেতনতামূলক র‌্যালি ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে র‌্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



র‌্যালি শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আকতার বানু লাকী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মজিদ, সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্যালয়ের পরিদর্শক তরুণ কুমার ও সাদুল্লাপুর গার্লস কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলাম  প্রমুখ।
 
গাইবান্ধা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।