ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভালুকায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ভালুকায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ২

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় একটি সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে কুব্বাত হোসেন (৫০) নামে একব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।



বুধবার (০৬ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার পূর্বাশা সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-সুরুজ মিয়া (৩২) ও আজাহারুল ইসলাম (১৮)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় পূর্বাশা সিএনজি স্টেশন থেকে সুপ্তি গার্মেন্টেসের একটি ভ্যানে কয়েকটি গ্যাস সিলিন্ডার ওঠানোর সময় বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আর আহত দু’জনকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।