ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে চাঁদা না পেয়ে রেস্তোরাঁয় ভাঙচুর, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
সিলেটে চাঁদা না পেয়ে রেস্তোরাঁয় ভাঙচুর, আহত ৩

সিলেট: চাঁদা না পেয়ে সিলেট নগরীর একটি রেস্তোরাঁয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার (০৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।



এ ঘটনায় বাহার রেস্তোরাঁর স্বত্ত্বাধিকারীসহ ৩ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রেস্তোরাঁর মালিক রায়হান আহমদ জানান, বেশ কিছুদিন থেকে দুর্বৃত্তরা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা রেস্তোরাঁ হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় আমিসহ রেস্তোরাঁর দুই কর্মচারী আহত হন।

সিলেট মহানগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।