ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় অপহৃত শিক্ষক উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
পাবনায় অপহৃত শিক্ষক উদ্ধার, আটক ২

পাবনা: পাবনা সদর উপজেলা থেকে অপহৃত শিক্ষক দুলাল আহমেদকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়।



বুধবার (৬ জানুয়ারি) ভোরে সদর উপজেলার মাহমুদপুর গ্রাম থেকে ওই শিক্ষককে উদ্ধার করা হয়। বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানায় পুলিশ।

উদ্ধারকৃত শিক্ষক দুলাল আহমেদ সুজানগর উপজেলার খয়রান গ্রামের কলিম উদ্দিনের ছেলে ও কুচিয়ামোড়া সুধীর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

আটক অপহরণকারীরা হলেন, সদর উপজেলার মাহমুদপুর গ্রামের ফজলুল হকের ছেলে রিপন ও গোলাম মোস্তফার ছেলে শামীম।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে পাবনা শহরের ইসলামী ব্যাংক এলাকা থেকে শিক্ষক দুলাল আহমেদকে অপহরণ করা হয়। পরে মোবাইল ফোনে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।

পরে রাতেই শিক্ষকের ভাই মহিবুল ইসলাম সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতভর অভিযান চালিয়ে ভোরে ওই শিক্ষককে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।