ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শতাধিক শিশু পেলো ‘বৃত্ত’র বই-শীতবস্ত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
শতাধিক শিশু পেলো ‘বৃত্ত’র বই-শীতবস্ত্র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর মাঝে বই ও শীতবস্ত্র বিতরণ করেছে বৃত্ত নারী ও শিশু সংস্থা নামে একটি বেসরকারি সংস্থা।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে এই বই ও শীতবস্ত্র বিতরণ করেন।



প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যেসব সুবিধাবঞ্চিত শিশু পাঠ্যবই পায়নি তাদের এই বই দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি নাজমা প্রদীপ ইতো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হোসনে আরা বেগম বাবলি এমপি।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
আরইউ/এফবি/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।