ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে আটক ২ মাদক ব্যবসায়ী কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
নীলফামারীতে আটক ২ মাদক ব্যবসায়ী কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী থেকে আটক দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।



এরা হলেন, দিনাজপুরের খানসামা উপজেলার শালিক গ্রামের আমিন উদ্দিন সরকারের ছেলে ফিরোজ আলম (৩৫) ও একই গ্রামের নছর আলীর ছেলে রশিদুল ইসলাম (৩৭)।

এর আগে দুপুরে নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেলের দুই আরোহীকে আটক করে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।