ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে পোশাক শ্রমিক ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

ডিস্টিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
শ্রীপুরে পোশাক শ্রমিক ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ ছবি : প্রতীকী

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিককে (২৫) ধর্ষণের পর পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

বুধবার (০৬ জানুয়ারি) বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ।



গ্রেফতার হওয়ারা হলেন, শ্রীপুর পৌর এলাকার মাধখলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মকবুল হোসেন (২৫), বৈরাগীরচালা গ্রামের সফর আলীর ছেলে নূরু মিয়া (৬০) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খয়রা গ্রামের আমজাদ আলীর ছেলে বাবুলুর রহমান (৩৫)।

অফিসার ইনচার্জ জিন্নাহ জানান, মঙ্গলবার (০৫ জানুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে শ্রীপুর থানায় সাহাব উদ্দিন ও ওই তিন সহযোগীকে অভিযুক্ত করে একটি ধর্ষণ মামলা করেন ওই তরুণীর বাবা।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা,জানুয়ারি ০৬, ২০১৬
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।