ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজালালে কোটি টাকা মূল্যের প্রসাধনী জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
শাহজালালে কোটি টাকা মূল্যের প্রসাধনী জব্দ

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান থেকে আসা নিন্মমানের প্রসাধনী পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দকৃত প্রসাধনীর আনুমানিক মূল্য এক কোটি টাকা।



বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে বিমানবন্দরের কার্গো এলাকা থেকে পণ্যগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম কমিশনার সাইফুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, পাকিস্তান থেকে আসা এসব প্রসাধনী পণ্যের মান ঠিক না থাকায় এগুলো জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারী ০৬, ২০১৬
এনএ/এসজেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।