ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ব্যাগ ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ব্যাগ ছিনতাই

ঢাকা: রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় মঈনউদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধি হন তিনি।

মঈনউদ্দিন ডানো দুধের ডিলার হিসেবে কাজ করেন।

বুধবার (০৬ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে শাহ আলী থানা এলাকার সি ব্লকের ১০ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মন্ডল বাংলানিউজকে এ তথ্য জানান।

মঈনউদ্দিনের স্ত্রীর বরাত দিয়ে তিনি জানান, বুধবার রাতে হেঁটে বাসায় ফেরার সময় ওই এলাকার সি ব্লকে মঈনউদ্দিনকে গুলি করে ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ছিনতাই হওয়া ওই ব্যাগে পাঁচ লাখ টাকা ছিলো বলেও দাবি করেন মঈনউদ্দিনের স্ত্রী।

গুলিবিদ্ধ মঈনউদ্দিন কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এজেডএস/জেডএফ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।