ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

নিউজ টোয়েন্টিফোরে শাহনাজ মুন্নী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
নিউজ টোয়েন্টিফোরে শাহনাজ মুন্নী শাহনাজ মুন্নী

ঢাকা: সংবাদভিত্তিক নতুন টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে যোগ দিলেন সাংবাদিক শাহনাজ মুন্নী। বুধবার (০৬ জানুয়ারি) চ্যানেলটিতে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন তিনি।



নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে শাহনাজ মুন্নী বলেন, ‘আমি মনে করি যে, এটা আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ। দীর্ঘ ১৫ বছরের সাংবাদিকতার ক্যারিয়ারে যে অভিজ্ঞতা হয়েছে, তা কাজে লাগিয়ে চ্যানেলটিকে সমৃদ্ধ করার আপ্রাণ চেষ্টা করবো। সবার কাছে দোয়া চাই, আমি যেন নতুন চ্যালেঞ্জে জয়ী হতে পারি’।

শাহনাজ মুন্নী টিভি সাংবাদিকতায় ক্যারিয়ার শুরু করেন একুশে টিভির মাধ্যমে। চ্যানেলটির সূচনালগ্ন থেকে তিনি সফলভাবে কাজ করেন। এরপর ২০০৩ সালে তিনি এটিএন বাংলায় সিনিয়র রিপোর্টার হিসেবে যোগ দেন। দীর্ঘ একযুগ তিনি এ চ্যানেলে কাজ করেছেন। ধারাবাহিক সফলতায় তিনি সিনিয়র রিপোর্টার থেকে পর্যায়ক্রমে স্পেশাল করেসপন্ডেন্ট, চিফ রিপোর্টার, নিউজ এডিটর এবং জয়েন্ট চিফ নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
এমআরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।