ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

জ্ঞান ফিরেছে সাংবাদিক ইনজামামের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
জ্ঞান ফিরেছে সাংবাদিক ইনজামামের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট থেকে: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট (বাগেরহাট) সরদার ইনজামামুল হকের  জ্ঞান ফিরেছে। কথা বলেছেন পরিবারের স্বজনদের সঙ্গে।



বৃহস্পতিবার( ০৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জ্ঞান ফেরে তার। সকাল সাড়ে ৭টার দিকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ইনজামামের জ্ঞান ফেরার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন তার বাবা আবুল কালাম সরদার।

ইনজামাম জানিয়েছেন, ঢাকা থেকে বাসে ওঠার পর তার পাশে বসা ব্যক্তি তার কাছ থেকে ফোন নম্বর নেয়। হৃদ্যতা গড়ে তোলেন। এক সময় বাস থেকে নেমে চা পান করান তাকে। এরপর আর কিছু মনে নেই তার।

এর আগে বুধবার( ০৬ জানুয়ারি) রাত ১০টার দিকে  ঢাকার সায়েদাবাদ থেকে পিরোজপুরগামী একটি বাসে করে বাগেরহাটের উদ্দেশে রওনা হন ইনজামাম। বাসটি বাগেরহাট পার হয়ে পিরোজপুর পৌঁছার পর বাসের কর্মীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে আবার বাগেরহাট বাস টার্মিনালে নিয়ে আসেন। পরে সেখান থেকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অজ্ঞানপার্টির সদস্যরা তার সঙ্গে থাকা ল্যাপটপ, মোবাইল ফোন, মানিব্যাগ নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।