ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

পরিবেশ রক্ষা জাতীয় দাবি হওয়া প্রয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
পরিবেশ রক্ষা জাতীয় দাবি হওয়া প্রয়োজন ছবি: দিপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পরিবেশ রক্ষা জাতীয় দাবি হওয়া প্রয়োজন বলে মনে করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে  ‘বাংলাদেশের উপকূল ও সামুদ্রিক পরিবেশ’ বিষয়ক বিশেষ সম্মেলনের দ্বিতীয় প্লেনারিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



দু’দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।

মন্ত্রী বলেন, যারা আমাদের পরিবেশ ধ্বংস করেছে, তারা রক্ষায় দায়িত্ব নিচ্ছে না। তাই পরিবেশ রক্ষার জন্য জাতীয় দাবি তোলা প্রয়োজন।

প্যারিস সম্মেলনে যে প্রতিশ্রুতি ও চুক্তি হয়েছে তা বাস্তবায়ন হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, সমুদ্র উপকূল অঞ্চলে পানি বেড়ে যাওয়ায় যারা ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা এখন থেকেই করতে হবে।

ওইসব এলাকার ফসলি জমিতে কিভাবে ও কোন ধরনের ফসল ফলানো যায় তার জন্য গবেষণার উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন মন্ত্রী।

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আবদুল মোমেন।

দিনের প্রথম প্লেনারিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এছাড়া দ্বিতীয় দিন ৯ জানুয়ারি শনিবার সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

এতে সভাপতিত্ব করবেন বাপা’র সহ-সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।