ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকের ওপর হামলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সংবাদ বর্জনের ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সংবাদ বর্জনের ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: শনিবার সকাল ১১টার মধ্যে সব সন্ত্রাসীকে আটক করতে প্রশাসন ব্যর্থ হলে পুনরায় ঢাকা ও যশোরের সাংবাদিকদের নিয়ে যৌথ সভা করে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সংবাদ বর্জন করা হবে বলে ঘোষণা দিয়েছেন যশোরের সাংবাদিকরা।

শুক্রবার (৮ জানুয়ারি) রাতে প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের এক প্রতিবাদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



এ সভায় ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির শওকত, বর্তমান সম্পাদক তৌহিদুর রহমান, সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নুর ইসলামসহ ঢাকা ও যশোরের সাংবাদিকরা।

সভায় তারা জানান, শনিবার বেলা ১১টার মধ্যে সব সন্ত্রাসীকে আটকে প্রশাসন ব্যর্থ হলে পুনরায় ঢাকা ও যশোরের সাংবাদিকদের নিয়ে যৌথ সভা করে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় সাংবাদিকদের সব ধরনের কর্মসূচির সঙ্গে ডিএফএ একাত্বতা ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।