ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
আশুলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় অজ্ঞাতপরিচয় এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃওরা।

শুক্রবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় আশুলিয়ার আউকপাড়া কনকর্ড রেইনবো টাউন এলাকায়  এ ঘটনা ঘটে।



পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় এক (২২) যুবককে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ কনকর্ড রেইনবো টাউন এর একটি টিনসেড ঘরে রেখে পালিয়ে যায় দুর্বৃওরা।

বিকেলে কনকর্ড রেইনবো টাউন এলাকার নিরাপত্তা কর্মীরা ওই খালি ঘরে গিয়ে এক যুবকের হাত পা বাঁধা ক্ষত-বিক্ষত মরদেহ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওই যুবকের পরনে ছিলো জিন্সের প্যান্ট ও শার্ট।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে জানান, কি কারণে দুর্বৃওরা তাকে হত্যা করেছে তার তদন্ত চলছে। এছাড়া তার পরিচয় জানার চেষ্টাও চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।