ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে রফিকুল হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
দিনাজপুরে রফিকুল হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুর শহরের আলোচিত রফিকুল হত্যা মামলার এজাহার নামীয় আসামি মনা মিয়াকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার সময় বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার শাহার পুকুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের সিও মেজর মাহমুদ জানান, গোপন খবরের ভিত্তিতে তাকে বগুড়া থেকে গ্রেফতার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গত ৩০ ডিসেম্বর ভোর রাতে রফিকুলকে তার বাড়ির কাছেই হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।