ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
চুয়াডাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দু’বাসের আরও ১০ যাত্রী।



শনিবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুলাল মণ্ডল (৩০), শান্তি মিয়া (৩৫) ও আরশ (২৮)। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন বাংলানিউজকে জানান, সকালে চুয়াডাঙ্গা থেকে পূর্বশা পরিবহনের একটি বাস দর্শনার দিকে যাচ্ছিল। পথে বাসটি জয়রামপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা দর্শনা ডিলাক্স পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পূর্বাশা পরিবহনের চালক শান্তি মিয়া ও দর্শনা ডিলাক্সের চালক দুলালের মৃত্যু হয়। আহত হয় দু’বাসের অন্তত ১০ যাত্রী।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে আরশ মিয়া নামে এক যাত্রীর মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬/আপডেটেড ১১০৮
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।