ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধেশ্বরীতে দগ্ধ শিশু গৃহকর্মীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
সিদ্ধেশ্বরীতে দগ্ধ শিশু গৃহকর্মীর মৃত্যু

ঢাকা: রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকায় আগুনে দগ্ধ শিশু মোছা. জবার (১০) মৃত্যু হয়েছে।

শনিবার (০৯ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন জবার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা।



ঢামেক পুলিশ ‍ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে ওই এলাকায় অবসর নামে একটি ভবনের ভবনের ৮ তলার ফ্ল্যাটে দগ্ধ হয় শিশু জবা। সে ওই বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এজেডএস/জেডএফ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।