ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বিডিআর বিদ্রোহে হাজতির ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
বিডিআর বিদ্রোহে হাজতির ঢামেকে মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিডিআর বিদ্রোহের ঘটনায় কারান্তরীণ শানু চন্দ্র দাসের (৩৩) মৃত্যু হয়েছে। তার হাজতি নম্বর-৬৮০/১১।


শনিবার (০৯ জানুয়ারি) সকালে ঢামেকের জরুরি বিভাগে তিনি মারা যান। মৃত শানু কক্সবাজার সদরের একটি গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে।

ঢামেকে দায়িত্বরত কারারক্ষী জাকারিয়া জানান, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শানুকে ঢামেকে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাকারিয়া আরো জানান, শানু পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে নিউমার্কেট ও লালবাগ থানায়ও মামলা ছিল। তিনি বিডিআর’র সৈনিক ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫
এজেডএস/জেডএফ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।