ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটের খাদিমপাড়ায় সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
সিলেটের খাদিমপাড়ায় সড়ক অবরোধ

সিলেট: সিলেটের খাদিমপাড়া বিসিক শিল্প নগরী এলাকায় ছুরিকাঘাতে দুইজন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী ও বনফুল কারখানার শ্রমিকরা।

একই সঙ্গে এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

পাশাপাশি থানায় একটি মামলাও করা হয়েছে।

শনিবার (০৯ জানুয়ারি) সকালে খাদিমপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা ব‍াংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহতের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানার শ্রমিকরা। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

এর আগে সিলেটের খাদিমপাড়া বিসিক শিল্প নগরী এলাকায় শুক্রবার (০৮ জানুয়ারি) ছুরিকাঘাতে দুনজনকে হত্যা করা হয়।

নিহত মো. রাজু মিয়া (১৯) ও তাবু মিয়া (২৮) খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুলের কর্মচারী ছিলেন।

শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম‍ুদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় নিহত রাজুর ভাই মাসুদ পারভেজ বাদী হয়ে ১০-১২জনকে আসামি করে একটি মামলা করেছেন।

আর জিজ্ঞাসাবাদের জন্য খাদিমপাড়ার রকি, পঙ্খি ও জামালকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

** সিলেটের খাদিমপাড়ায় ছুরিকাঘাতে নিহত ২

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।