ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নারী মুক্তি কেন্দ্রের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
বগুড়ায় নারী মুক্তি কেন্দ্রের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, অশ্লীলতা-অপসংস্কৃতি, মাদক-জুয়া ও পর্ন ওয়েবসাইট বন্ধ করার দাবিতে বগুড়ায় নারী মুক্তি কেন্দ্রের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।



এসময় সংগঠনের জেলা শাখার সমন্বয়ক নূরজাহান রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদের জেলা শাখার সমন্বয়ক সামসুল আলম দুলু, সদস্য আমিনুল ইসলাম, নারী মুক্তি কেন্দ্রের সদস্য আতিয়া বেগম ডলি, বনানী রায় ববি, নওশীন মোস্তারী সাথী, হাবিবা নাসরিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ আজ এক ভয়াবহ সমস্যার মুখোমুখি। কারণ দেশের প্রগতিশীল মানুষদের হত্যা করা হচ্ছে। মসজিদ, মন্দির, গির্জায় হামলা চালানো হচ্ছে। আবার সঙ্গে নারী শিশুদের নির্যাতনের মাত্রাও বাড়ছে। অশ্লীলতা-অপসংস্কৃতি, মাদক-জুয়া, পর্নগ্রাফির কারণে সামাজিক অবক্ষয় ভয়াবহ আকার ধারণ করছে।

ঐক্যবদ্ধ হয়ে এসব সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

শেষে সংগঠনের পক্ষ থেকে দাবি জানিয়ে জেলার পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।