ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

নিউজটোয়েন্টিফোরের হেড অব নিউজ ইব্রাহিম আজাদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
নিউজটোয়েন্টিফোরের হেড অব নিউজ ইব্রাহিম আজাদ ইব্রাহিম আজাদ

ঢাকা: বসুন্ধরা গ্রুপের সংবাদভিত্তিক টিভি চ্যানেল নিউজটোয়েন্টিফোরে যোগ দিয়েছেন একুশে টেলিভিশনের (ইটিভি) হেড অব নিউজ ইব্রাহিম আজাদ।

শনিবার (০৯ জানুয়ারি) সম্প্রচারের অপেক্ষায় থাকা নিউজটোয়েন্টিফোরেও হেড অব নিউজ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি।



১৯৯৯ সালে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠালগ্নে প্ল্যানিং এডিটর হিসেবে যোগ দিয়ে সম্প্রচার সাংবাদিকতা শুরু করেন ইব্রাহিম আজাদ।

এরপর মাঝে ইটিভি বন্ধ হয়ে যাওয়ায় একই পদে এটিএন বাংলায় যোগ দেন তিনি। পরবর্তীতে সেখানে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন মাত্রায় সম্প্রচার শুরু করলে ফের ইটিভিতে বার্তা সম্পাদক পদে ফেরেন তিনি। পরে হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করেন ইব্রাহিম আজাদ।  

পেশাজীবী হিসেবে ইব্রাহিম আজাদ কর্মজীবন শুরু করেন প্রিন্ট মিডিয়ায়।

ভোরের কাগজ দিয়ে সাংবাদিকতা শুরু করা এ সংবাদকর্মী প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়‍ারি ০৯, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।