ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

আইডিইবি নির্বাচন

‘হামিদ-শামসুর রহমান প্যানেল প্রধানমন্ত্রীর আশীর্বাদপুষ্ট’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
‘হামিদ-শামসুর রহমান প্যানেল প্রধানমন্ত্রীর আশীর্বাদপুষ্ট’ ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে একেএমএ হামিদ-শামসুর রহমান প্যানেলের সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে দাবি করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ।
 
এ প্যানেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট দাবি করে আসন্ন নির্বাচনে এ প্যানেলের পক্ষে ভোট চেয়েছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতারা।


 
শনিবার (০৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে হামিদ-শামসুর রহমান প্যানেলের নির্বাচনী ইশতেহার তুলে ধরা হয়।
  
একই সঙ্গে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নামে মো. সফিউল্লার সভাপতিত্বে আব্দুর রব ভুঞা-কাজী নজরুল প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘোষণার নিন্দা জানানো হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের বৈধ প্রতিনিধিত্ব করছেন না সফিউল্লা।
 
আগামী ২৮ জানুয়ারি আইডিইবি কমিটির নির্বাচনে হামিদ-শামসুর রহমান প্যানেল গত ২২ ডিসেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ পেয়েছেন এবং সারা দেশে সুষ্ঠু নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
 
সম্প্রতি সংবাদ সম্মেলন করে রব ভুঞা-কাজী নজরুল প্যানেল নিজেদের প্রধানমন্ত্রীর আশীর্বাদপুষ্ট বলে দাবি করেন। তারা হামিদ-শামসুর রহমান প্যানেলের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।
 
ওই অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন দাবি করা হয়, রব ভুঞা-কাজী নজরুল প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাঈনুর ছাত্রদল সমর্থিত সাবেক ভিপি ছিলেন।
 
এছাড়া ওই প্যানেলের শাহ আলম বিএনপি সমর্থিত, সাহিদুল আলম, সবুর, এনামুল ও আব্দুস সাত্তার জামায়াত সমর্থক এবং নজরুল ইসলাম, সাখাওয়াত হোসাইনকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বলেও অভিযোগ করেন তারা।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হক।
 
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খবীর হোসেন, বর্তমান সভাপতি একেএম আব্দুল মোতালেবসহ নেতারা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।  
 
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এমআইএইচ/জেপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।