ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে মোটরসাইকেল ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
রাজাপুরে মোটরসাইকেল ধাক্কায় পল্লী চিকিৎসক নিহত

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় কবির তালুকদার (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া সড়কের উপজেলার কানুদাশকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত কবির উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

রাজাপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইউসুচ আলী বাংলানিউজকে জানান, কবির দুপুরে বাইসাইকেলে করে রাজাপুর-ভান্ডারিয়া সড়কের উপজেলার কানুদাশকাঠি এলাকা দিয়ে যাচ্ছিলেন।

পথে দ্রতগতির একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলের চালকও আহত হন। তাকে ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।