ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক দুলাল মিয়া (৩৫) মারা গেছেন।

শনিবার (৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হিরণাল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও অটোরিকশাটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি।  

তিনি আরও বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।