ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

কীর্তনখোলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
কীর্তনখোলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদহ উদ্ধার ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।



কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, চরবাড়িয়ার জিটিএল ইটভাটা সংলগ্ন কীর্তনখোলায় দুই পা কাটা ওই মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে নিয়ে আসে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।