ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

আদমদীঘিতে সংঘর্ষের ঘটনায় আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
আদমদীঘিতে সংঘর্ষের ঘটনায় আটক ৩

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক লীগ কর্মী শফিকুল ইসলাম (৩২) নিহত হওয়ার ঘটনায় এ পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।



শনিবার (০৯ জানুয়ারি) বেলা ২টার দিকে তিনজন আটকের বিষয়টি বাংলানিউজকে জানান জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান।

আটকেরা হলেন আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ সিদ্দিকী, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু ও স্থানীয় বাসিন্দা সজল হোসেন। এদের মধ্যে সজল আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী ও সমথর্কদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত দফায়-দফায় এ সংঘর্ষ চলে।

এতে স্থানীয় শ্রমিক লীগ কর্মী শফিকুল ইসলাম (৩২) নিহত হন। নিহত শফিকুল ইসলাম আদমদীঘি উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজার ভাই।

ওই সংঘর্ষের ঘটনায় আহত সোহাগ হোসেন (২৬) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক শনিবার (০৯ জানুয়ারি) মারা যান। ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ায় দুইয়ে। নিহত সোহাগ নওগাঁ সদর উপজেলা দোগাছি গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এমবিএইচ/টিআই

** আদমদীঘিতে ত্রিমুখী সংঘর্ষে আরো একজনের মৃত্যু
** আদমদীঘিতে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক লীগ কর্মী নিহত



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।