ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমায় শতাধিক দেশের ৮ হাজার মুসল্লি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
বিশ্ব ইজতেমায় শতাধিক দেশের ৮ হাজার মুসল্লি ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে এখন পর্যন্ত শতাধিক দেশের প্রায় আট হাজার মুসল্লি অংশ নিয়েছেন।

মুসল্লির সংখ্যা আরও বাড়তে পারে বলে শনিবার (০৯ জানুয়ারি) জানিয়েছেন ইজতেমার আয়োজকরা।



ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন জানান, ইতোমধ্যে ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, মিসর, ওমান, সুদান, সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, কাতার, অস্ট্রেলিয়া, কানাডা, কম্বোডিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, ইরান, জাপান, মাদাগাস্কার, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তাঞ্জানিয়া, রাশিয়া, আমেরিকা, বেলজিয়াম, ক্যামারুন, চীন, ফিজি, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইতালি, কেনিয়া, মালেয়শিয়া, মায়ানমার, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সুইডেন, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য, কোরিয়া, আলজেরিয়া, ইরাক, ফিলিস্তিন, কুয়েত, মরক্কো, কাতার, সোমালিয়া, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, বাহরাইন, জর্দান, মৌরিতানিয়া ও দুবাইসহ বিশ্বের শতাধিক দেশের মুসল্লিরা এ ইজতেমায় অংশ নিয়েছেন।

মোনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত তাদের সংখ্যা আরও বাড়তে পারে বলে ইজতেমার আয়োজকদের ধারণা। বিভিন্ন ভাষা-ভাষী ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানে বিদেশি মুসল্লিদের জন্য মোট তিনটি নিবাস নির্মাণ করা হয়েছে। এসব স্থানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে।

** ইজতেমায় মৃতের সংখ্যা বেড়ে ৫

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।