ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ১৮ আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
গাইবান্ধায় ১৮ আসামি কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধায় বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত ১৮ জন আসমিকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।



শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে সদরসহ সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতরা চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দায়ের হওয়া মামলার আসামি। দুপুরে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।