ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় রিভলবারসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
পাবনায় রিভলবারসহ যুবক আটক

পাবনা: পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে রিভলবারসহ শাকিল প্রামাণিক (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদস্যরা।

শনিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।

শাকিল ওই এলাকার শুকুর আলী প্রামাণিকের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহম্মেদ আলী বিশ্বাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ শাকিলকে আটক করে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে শাকিলকে পাবনা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।