ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

পোরশা সীমান্তে থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
পোরশা সীমান্তে থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত থেকে তরিকুল ইসলাম (৪৪) নামে বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

শনিবার (৯ জানুয়ারি) সকালে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

তরিকুল পোরশা উপজেলার কচবিষ্ণুপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার (সিও) রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে তরিকুল বাড়ির পাশে সীমান্ত এলাকায় কৃষিকাজের জন্য গেলে ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে সীমান্তের ২৩১/২৩২ নম্বর মেইন পিলারের কাছ থেকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে তরিকুলকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে বিজিবি।

তিনি আরো জানান, বিকেলে বিএসএফ জানিয়েছে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তরিকুলকে ভারতীয় পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা‍, জানুয়ারি ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।