ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় ভবন থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
উত্তরায় ভবন থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকায় ভবন থেকে লাফিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম রামিতাজ্জামান অাহনাফ (১৭)।



শনিবার (০৯ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। অাহনাফের বাবার নাম মো. কামরুজ্জামান। বাসা মোহাম্মদপুর নূরজাহান রোডে।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ রহমান বাংলানিউজেকে বিষয়টি নিশ্চিত করেন।

এসআই জানান, গত দুই মাস আগে অাহনাফ মোহাম্মদপুর এলাকা থেকে উত্তরায় তার ফুপার বাসায় আসেন। ফুপার নাম মোস্তাক আহমেদ। শনিবার সকাল সাড়ে ৭টার ‍দিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বের হয়ে সেখানে না গিয়ে ভবনের ছয়তলা থেকে লাফিয়ে পড়েন অাহনাফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লুবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

হঠাৎ এভাবে আত্মহত্যা কেন বা কী কারণে তা বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এজেডএস/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।