ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় মো. শাহীন (৪০) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কাফরুল উত্তর কাজী পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

তার পিতা মৃত মো. খোরশেদ আলম।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, শাহীনের মৃতদেহ বেলা আড়াইটার দিকে আগারগাঁও নিউরোসাইন হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

মৃত শাহীনের আত্মীয় ইউসুফ মোল্লা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন শাহীন। প্রথমে তাকে মিরপুর আজমল হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে তাকে নিউরোসাইন হাসপতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।