ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় কম্বল বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
পাথরঘাটায় কম্বল বিতরণ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় গরিব ও অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

রূপালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে শনিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার চরদুয়ানী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে এই কম্বল বিতরণ করা হয়।



ব্যাংকটির পাথরঘাটা শাখা ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম জানান, উপজেলার ৮শ’ গরিব ও অসহায়দের মধ্যে মাথাপিছু একটি করে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক ড. সুশীল রঞ্জন হাওলাদার, ব্যাংকটির কর্মকর্তা মো. সাইদুর রহমান, জহুরুল হক, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিমল কৃষ্ণ হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা গোলাম কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।