ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
হাজারীবাগে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত

ঢাকা: রাজধানীর হাজারীবাগ বউবাজারের চরকঘাটা এলাকায় মাসুম (২৫) নামে এক মাদকসেবীর ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের চারজন আহত হয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন জাহাঙ্গীর হোসেন (৪৮), তার স্ত্রী পারভীন আক্তার শান্তি (৪০), সন্তান সুজন (২২) ও সজল (১৮)। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

সজল ও সুজনের দুলাভাই আব্দুল জব্বার বাংলানিউজকে জানান, চরকঘাটার তাজু মিয়ার মার্কেটের সামনে তাদের একটি ছোট হোটেল আছে। এ হোটেলে প্রায় প্রতিদিনই বাকি খেতেন স্থানীয় মাদকসেবী মাসুম। আজ (রোববার) সকালেও তিনি বাকি খান। এ সময় টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবি করেন তিনি।

এ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে পাশের কসাইয়ের দোকান থেকে একটি ধারালো ছুরি এনে সজলের মাথায় ও হাতে, সুজনের পায়ে ও হাতে কোপায় মাসুম। এ সময় দু’জনের চিৎকারে পাশের বাসা থেকে মা পারভীন আক্তার শান্তি এগিয়ে আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় সজল ও সুজনের বাবা জাহাঙ্গীর হোসেনও আহত হয়েছেন।

আহতদের ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।