ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ার আন্ধারমানি নদীতে ট্রাক নিমজ্জিত, শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
কলাপাড়ার আন্ধারমানি নদীতে ট্রাক নিমজ্জিত, শিশু নিখোঁজ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানি নদীতে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পানিতে ডুবে গেছে। এ সময় ট্রাকের ধাক্কায় পানিতে পড়ে সামিয়া (৬) নামে একটি শিশু নিখোঁজ রয়েছে।



এছাড়া আরো ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তিনজনকে বরিশাল পাঠানো হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।  

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন শিশুটির নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, নিমজ্জিত ট্রাক ও শিশুটিকে উদ্ধার করতে কলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার আভিযান চালাচ্ছে। এছাড়া পটুয়াখালী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে তারাও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।