ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অজ্ঞাত কারণে এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
রাজধানীতে অজ্ঞাত কারণে এক ব্যক্তির মৃত্যু

ঢাকা: রাজধানীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কুড়িল ফুটওভার ব্রিজের নিচে অজ্ঞাত কারণে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (বয়স আনুমানিক ৩৫) মৃত্যু হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।



জানা গেছে, মৃত ব্যক্তিকে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দুই পথচারী তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পথচারী দু’জনের মধ্যে একজনের নাম শফিকুল ইসলাম। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পথচারী শফিকুল বাংলানিউজকে বলেন, তিনি কিভাবে আহত হলেন, তা জানতে পারিনি। মানবিকতার খাতিরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই আমরা। মৃত ব্যক্তির পরনে ছিল চেক শার্ট ও প্যান্ট। তার কোমরে আঘাতের চিহ্ন রয়েছে।

ঢামেক ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।