ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে সাতখুন

৮ মামলায় নূর হোসেনের হাজিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
৮ মামলায় নূর হোসেনের হাজিরা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আটটি মামলায় আদালতে হাজির করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ আদালতে তাকে হাজির করা হয়।



এর মধ্যে একটি মামলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে ও বাকি সাতটি মামলা জেলা ও দায়রা জজ মিয়াজি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীর (ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ) আদালতে শুনানি হয়।

কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন বাংলানিউজকে জানান, মোট আটটি মামলায় নূর হোসেনকে আদালতে হাজির করা হয়েছে। এর মধ্যে একটি সাত খুনের মামলার অন্যতম আসামি র‌্যাব-১১’র তৎকালীন অধিনায়ক তারেক সাঈদ অসুস্থ থাকায় আগামী ২৭ জানুয়ারি তার হাজিরার পরবর্তী দিন ধার্য করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।