ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে বাসচাপায় ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
কালিহাতীতে বাসচাপায় ২ জনের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় আব্দুল জলিল মণ্ডল (৫০) ও আব্দুল রশিদ শেখ (৪৫) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  
 
সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেয়ারামা এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 
 
নিহত দুই ব্যক্তি উপজেলার জোকার চর এলাকার বাসিন্দা।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বাংলানিউজকে বলেন, জলিল ও রশিদ মোটরসাইকেলে করে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  
 
পুলিশ ঘাতক বাস ও এর চালককে আটক করেছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।