ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বুয়েট বিশেষজ্ঞ দলের ভাসানী বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
বুয়েট বিশেষজ্ঞ দলের ভাসানী বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: ভূমিকম্পের কারণে ফাটল ধরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শহীদ জাহানারা ইমাম হল পরিদর্শন করেছেন বুয়েটের একটি বিশেষজ্ঞ দল।

সোমবার (১১ জানুয়ারি) সকালে হলটি পরিদর্শন করেন বিশেষজ্ঞ দলটি।



বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মেহেদী আহমেদ আনসারীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল হলটি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বিশেষজ্ঞ দলের প্রধান ড. মেহেদী আহমেদ আনসারী সাংবাদিকদের বলেন, মূল অবকাঠামোতে কোনো ফাটল তৈরি হয়নি বলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তাই ভবনটিতে বসবাস করা ঝুঁকিপূর্ণ নয় বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ মতিউর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, শহীদ জননী জাহানারা ইমাম হলের প্রভোস্ট মোছা. নুরজাহান খাতুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

গত ৪ জানুয়ারি (সোমবার) ভোরে সারা দেশের মতো বিশ্ববিদ্যালয় এলাকাতেও ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জননী জাহানারা ইমাম হলে ফাটল দেখা দেয়। নিরাপত্তা ও জীবনের ঝুঁকি মনে করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে হলটির মেয়েরা।

হলের ফাটল ক্রমান্বয়ে বেড়ে কয়েকটি রুমের মেঝে দেবে যায়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা ও ফাটল মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় ছাত্রীরা।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএ

** ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ফাটল, পরীক্ষা বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।