ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে বোমা আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে বোমা আতঙ্ক

গাইবান্ধা: গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় ও আদালত চত্বর এলাকায় বোমা রাখা হয়েছে দাবি করে মোবাইলে পাঠানো এসএমএসের মাধ্যমে আতঙ্ক ছড়িয়েছে দুর্বৃত্তরা।
 
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক আব্দুস সামাদের মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে বোমা রাখার দাবি সম্বলিত এসএমএস আসে।

 
 
বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসকের কার্যালয় ও কার্যালয় সংলগ্ন আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মানুষজন ছোটাছুটি করতে থাকেন।  
 
এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আদালত চত্বর থেকে আইনজীবী, বিচার প্রার্থী ও সাধারণ মানুষকে বাইরে সরিয়ে দেন। খবর পেয়ে র‌্যাব সদস্যরাও আদালত চত্বরে উপস্থিত হন।  
 
এ সময় পার্শ্ববর্তী গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের দোকানপাট বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা ধরে এ আতঙ্ক বিরাজ করে।
 
আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কিছু বলা হয়নি। পরে, সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে বা আদালত চত্বরে বোমা রাখা হয়েছে দাবি করে গাইবান্ধার জেলা প্রশাসকের মোবাইলে দুপুরে একটি এসএমএস দেওয়া হয়।  
 
এরপর পুলিশের পক্ষ থেকে গোটা আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে কোথাও কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। এটি একটি গুজব। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।  
 
তবে, এ ব্যাপারে জেলা প্রশাসক আব্দুস সামাদ বাংলানিউজকে বলেন, আমার মোবাইল ফোনে এ ধরনের কোনো এসএমএস আসেনি।
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।