ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দেলদুয়ারে ট্রাক খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
দেলদুয়ারে ট্রাক খাদে পড়ে নিহত ১

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাটিভর্তি একটি ট্রাক খাদে পড়ে মাসুদ মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যার পর ট্রাকটি দেলদুয়ার যাচ্ছিল। ঘটনাস্থলে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এ সময় মাসুদ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন দুইজন। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।