ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রামেকের হোস্টেল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
রামেকের হোস্টেল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) পিংকু হোস্টেল থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।



রোববার (১০ জানুয়ারি) গভীর রাতে পিস্তল-গুলি উদ্ধারের পর সোমবার (১১ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেন।

সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, গত রোববার সন্ধ্যায় মেডিকেল কলেজের অডিটরিয়ামে মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। যা চলাকালে মেডিকেল কলেজের পিংকু হোস্টেলের সিনিয়র ও জুনিয়র ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি হয়।

তিনি জানান, এর জের ধরে অনুষ্ঠান শেষে রাত সাড়ে ১১টার দিকে হোস্টেলে ফেরার পর মারামারি হয়। এতে ছাত্রলীগের জুনিয়র গ্রুপের মারুফ হোসেন (২১), টনি (২২), মিঠুন (২১) আহত হন। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং পিংকু হোস্টেলের বাসিন্দা।

ঘটনার খবর পেয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পিংকু হোস্টেলের দ্বিতীয় তলার বারান্দা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সেমি অটোমেটিক ৭.৬৫ পিস্তল তিন রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিনসহ ২টি গুলির খোসা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সোমবার বিকেলে রাজপাড়া থানায় মামলা হয়েছে বলে জানান সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।