ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ৪ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
যশোরে ৪ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

যশোর: যশোরে ফেনসিডিল চোরাচালানের দায়ে চার মাদক ব্যবসায়ীকে চার বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে যশোরের স্পেশাল জেলা জজ নিতাই চন্দ্র সাহার আদালত এ রায় ঘোষণা করেন।

যশোর আদালত পুলিশের ইন্সপেক্টর রেজাউল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত চারজন হলেন- যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের আইয়ুব আলীর ছেলে বাবুল হোসেন, একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে অহিদুজ্জামান, কদর আলীর ছেলে মফিজুল ইসলাম ও শার্শার বেলতা গ্রামের ফজলুল হকের ছেলে তাইজুল ইসলাম।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২৫ জানুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর কায়েমখোলা সড়কে চেকপোস্ট বসিয়ে যশোরগামী একটি নছিমন থেকে ১৭২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাইজুলকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানার তৎকালীন দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন।

আদালতে মামলার সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেক আসামিকে চার বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

তবে দণ্ডপ্রাপ্তদের মধ্যে বাবুল, অহিদুজ্জামান, মফিজুল ইসলাম পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন বিচারক।

বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা,  জানুয়ারি ১২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।