ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আমতলীতে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ফাইল ফটো

বরগুনার আমতলী থেকে: বরগুনার আমতলীতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) ফায়েল খায়ের প্রকল্পের আওতায় নির্মিত সাতটি স্কুল কাম সাইক্লোন শেল্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় বরগুনার আমতলী উপজেলার ঘটখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।



সিডর বিধ্বস্ত দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ১২ জেলায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) ফায়েল খায়ের প্রকল্প চলমান রয়েছে।

এরই ধারাবাকিতায় বরগুনার আমতলী উপজেলায় পাঁচ নম্বর প্যাকেজের অধিনে সাতটি সাইক্লোন শেল্টার নির্মাণের কাজ শেষ হয়েছে যার আনুষ্ঠানিক হস্তান্তর করা হবে মঙ্গলবার।

অনুষ্ঠানের সময় সূচিতে রয়েছে বেলা ১১টায় আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ। কোরান থেকে তেলোয়াত। জেলা প্রশাসক মীর জহুরুল ইসলামের শুভেচ্ছা বক্তব্য। এরপর প্রামান্যচিত্র প্রদর্শন ও প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব মো. মেজবাহ উদ্দিন। পরে অতিথিরা ফলোক উম্মোচন করবেন।  

দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী বক্তব্য রাখবেন। পরে বক্তব্য রাখবেন সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মদ আলী, আমতলী উপজেলা চেয়ারম্যান জিএম দেলোয়ার। সভা সমাপ্তি ঘোষণা করবেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।